ডিভোর্সে অভিনেত্রী সামান্থা পাচ্ছেন ৫০ কোটি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ হচ্ছে।
দুই পক্ষের সিদ্ধান্তে এরই মধ্যে তারা ডিভোর্সের আবেদন করেছেন বলে জানা গেছে। আর এই বিচ্ছেদের পর চৈতন্যের কাছ থেকে মোটা অংকের খোরপোশ পাচ্ছেন সামান্থা।

শোনা যাচ্ছে, খোরপোশ বাবদ অন্তত ৫০ কোটি রুপি পাবেন এ অভিনেত্রী।
যা তাদের বিয়ের খরচের চেয়ে পাঁচগুণ বেশি।
২০১৭ সালে যখন তারা বিয়ে করেছিলেন, সেই আয়োজনে ব্যয় হয়েছিল প্রায় ১০ কোটি রুপি।
পর্যটন নগরী গোয়ায় জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে।

এদিকে কেউ কেউ বলছেন, আগামী ৭ অক্টোবর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেবেন সামান্থা ও চৈতন্য।
২০১৭ সালের এই দিনেই তারা বিয়ে করেছিলেন। যদিও বিচ্ছেদ ইস্যুতে এখনো পর্যন্ত সরাসরি কিছুই বলেননি তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.