মহামারি করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮২০টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৭৭৫টি নমুনা সংগ্রহ ও ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৮০ জন।
নমুনা পরীক্ষার তুলনায় একদিনে শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।
এর আগের দিন (২৫ সেপ্টেম্বর) শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৯ শতাংশ, তার আগের দিন (২৪ সেপ্টেম্বর) ৪ দশমিক ৫৪ শতাংশ।
ফলে টানা দুদিন শনাক্তের হার সাড়ে চার শতাংশের উপরে থাকার পর তা সাড়ে চারের নিচে নামলো।
দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি।
এতে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১।
এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ।