দেশে ভ্যাকসিন নিয়েছেন ৪ কোটি ১৩ লাখের বেশি

ঢাকাসহ সারাদেশে করোনার প্রতিষেধক টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে।
তাদের মধ্যে প্রথম ডোজের সংখ্যা ২ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ৮৯৪ জন ও দ্বিতীয় ডোজ ১ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৮৬৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.