অব্যাহত থাকতে পারে বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘গুলাব’ যেতে না যেতেই বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।
এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে তাপমাত্রাও কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।

সোমবার ভোরে ঢাকায় একপশলা বৃষ্টি হয়েছে।
এরপর থেকে আকাশে চলছে রোদ-মেঘে খেলা, আর রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।

গত ২৪ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়।
এরপর এটি দ্রুত সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়।
ঘূর্ণিঝড় ‘গুলাব’ রোববার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপে পরিণত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN