বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) দেশের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবির কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। বুধবার সন্ধ্যায় বিআইএম প্রাঙ্গণে রবি এবং বিআইএমের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং বিআইএম সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সেলর মাহবুব উল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মো. শাহাদাত হোসেন মাহমুদ, পিএইচডি ও পরিচালক (প্রশিক্ষণ) ড. পারভীন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রবির রিসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান, এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমতিয়াজ খান ও কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট সপন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর।
‘ফার্স্ট লাইন ম্যানেজার’ শিরোনামে আয়োজিত ছয় মাসব্যাপি এ প্রোগ্রামে কোম্পানির মধ্য শ্রেণির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রবির ২৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন।
মালয়েশিয়াভিত্তিক মোবাইল ফোন কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের মেধা ব্যবস্থাপনা প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে।
ক্লাসরুম ও ভার্চুয়াল- দুই উপায়েই এই ফার্স্ট লাইন ম্যানেজার প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। প্রশিক্ষণ শুরুর আগে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল কর্মকর্তারা ৩৬০ ডিগ্রি লিডারশিপ অ্যাসেসমেন্ট দ্বারা মূল্যায়িত হবেন। প্রশিক্ষণ শেষে অগ্রগতি যাচাইয়ের জন্য তাদেরকে আবারো মূল্যায়ণ করা হবে।
পাশাপাশি কর্মকর্তাদের বাস্তব জীবনের বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেবে এ প্রশিক্ষণ কর্মসূচি। এর মাধ্যমে তারা নিজেদের মানব ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতাকে আরো শাণিত করতে পারবেন।