‘সরকারের উচিত স্বেচ্ছায় ক্ষমতা ছাড়া’

সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতায় আসার আগে সরকার বলেছিল, দশ টাকা কেজি চাল খাওয়াবে।
তা তো আর পারলো না। সরকারের উচিত স্বেচ্ছায় ক্ষমতা ছাড়া।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সার, বীজ, কিটনাশক, ডিজেল ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপি সরকারের সময়ে কৃষকদের অধিকার হরণ হয়নি।
অথচ এ সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষকরা অধিকারবঞ্চিত।
তেলের দাম তিনগুণ বেড়েছে। এ সরকারের আমলেই কৃষকরা প্রথম ফসলে আগুন দিয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.