২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১৯ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন।
তাদের মধ্যে ঢাকাতেই ১৬৭ জন ও ঢাকার বাইরে ৫২জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে।
এরমধ্যে জুলাইয়ে ১২জন, আগস্টে ৩৪জন এবং চলতি মাসের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৯ জন মারা গেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.