এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন।
তাদের মধ্যে ঢাকাতেই ১৬৭ জন ও ঢাকার বাইরে ৫২জন রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে।
এরমধ্যে জুলাইয়ে ১২জন, আগস্টে ৩৪জন এবং চলতি মাসের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৯ জন মারা গেছেন।