‘কানাডা বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, কানাডা বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। দুই দেশেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিরাজমান।
বাংলাদেশের সঙ্গে কানাডার বাণিজ্য সম্ভাবনার খাতগুলো চিহ্নিত করে কানাডাকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে হবে।

সোমবার অটোয়া হাইকমিশনে তথ্য প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
১৯৭২ সালে এ দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয় কানাডা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.