ভারতে উৎপাদিত যৌন উত্তেজক স্প্রে হংকং হয়ে প্রতিনিয়তই বাংলাদেশে আসছে। স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এসব স্প্রে পরবর্তীতে বিপণী কেন্দ্রের মাধ্যমে চলে যাচ্ছে সাধারণ মানুষের হাতে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এরকমই যৌন উত্তেজক স্প্রের একটি চালান জব্দ করেছে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দারা। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে চালানটি জব্দ করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক বিভাগের মাহপরিচালক ড. মঈনুল খান।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে এয়ারফ্রেইট ইউনিটের দুই নম্বর ওয়্যারহাউজের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের ৮৮২ প্যাকেট যৌন উত্তেজক স্প্রে জব্দ করা হয়। এগুলো অন্যান্য পণ্যের ভেতর গোপনে আনা হয়েছিল। এয়ারওয়ে বিল নং ১৬০-৭৭২৭৪৯২৩ এ মোট ৭টি মাস্টার কার্টনে এসব নিষিদ্ধ ওষুধ প্যাকিং করা অবস্থায় পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, ‘ক্লাইমেক্স ওভার টু হান্ড্রেড ফর মেন’ নামের যৌন উত্তেজক স্প্রেটি ভারতের মুম্বাই শহরে উৎপাদন হয়। পরে এগুলো হংকং হয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করে।