গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান এক নারী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, যিনি সহায়তা চেয়েছেন তিনি একজন ছিনতাইকারী। এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে তিনি ছিনতাই করে বেড়ান।
পুলিশ তাকে গণপিটুনি থেকে বাঁচালেও কথিত এই দম্পতিকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- সাথী আক্তার (২৫) ও তার কথিত স্বামী নাজমুল (২৫)।
বুধবার জাতীয় জরুরি সেবার পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এক নারী মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন জামালদি বাসস্ট্যান্ড থেকে ৯৯৯-এ ফোন করে জানান, স্বামীসহ তাকে এলাকার কিছু লোক মিথ্যা চুরির অভিযোগে আটকে মারধর করছে।