‘বিয়ে করতে ভয় লাগে’

অভিনেতা থেকে নেতা হয়ে প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।
বর্তমানে ‘সোনার চর’ নামের একটি নতুন ছবির শুটিং করছেন তিনি।
এই ছবিতে নিজেকে নতুন করে ভেঙেছেন এই অভিনেতা।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ছবিটি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘সোনার চর’-এ আমি জেলে ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি।
এই সিনেমার পরিচালক জাহিদ হোসেন খুবই ভালো নির্দেশনা দিচ্ছেন।
এখানে গ্ল্যামার ভেঙে একদম নতুন এক চরিত্রের সৃষ্টি হচ্ছে।
এমন চরিত্র আগে করিনি কখনও।’

 

কিছুদিন আগে এই নায়কের বিরুদ্ধে শিল্পী অনৈতিক প্রস্তাবের অভিযোগ উঠেছিলো।
এ বিষয়ে বলেন, অনৈতিক প্রস্তাব দিয়েছি, রাজি না হওয়ায় নাকি তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে!
এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
ব্যক্তি জায়েদের মাথার কাছে কিন্তু কোরআন শরীফ আর জায়নামাজ থাকে।
কাউকে অনৈতিক প্রস্তাব দিয়েছি এটা প্রমাণ করতে পারলে চলচ্চিত্র জগতেই থাকবো না।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি, আমার মা রত্না গর্ভা।
শিক্ষিত একটা ছেলে আমি।
অনৈতিক প্রস্তাব দিতে হয় না।
বরংচ আমাকে অনেকে প্রেমের প্রস্তাব দেয়।
আর এসব কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নিয়েছি।
সাইবার ক্রাইম ইউনিট তাদের আইনের আওতায় এনেছে। তারা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.