পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই জন গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সাইদুল ওরফে সাকু ও শাহজাহান। এর মধ্যে সাইফুল মিতু হত্যার ঘটনার অন্যতম সন্দেহভাজন মুসার ভাই।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে এই মামলার আসামি ওয়াসিম, আনোয়ার, অস্ত্র সরবরাহকারী ভোলা ও তার সহযোগী মনিরকে গ্রেফতার করে।