আগের ফ্লাইটের ‘দুর্ঘটনার’ তদন্ত শেষে পুনরায় মহাকাশে পর্যটক নিয়ে যাওয়ার অনুমতি পাওয়ার কথা জানিয়েছে ভার্জিন গ্যালাক্টিক।
গত জুলাইয়ের ফ্লাইট অবতরণের সময় মহাকাশযানটি নির্দিষ্ট পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
ভার্জিন গ্যালাক্টিক জানিয়েছে, এফএএর পরামর্শ দেয়া প্রস্তাবিত সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পরের মিশনগুলোয় একটি বৃহত্তর এলাকা সুরক্ষিত আকাশসীমা হিসেবে চিহ্নিত করা হবে।
এর মাধ্যমে মহাকাশ অভিযান চলাকালীন বিভিন্ন ধরনের সম্ভাব্য ফ্লাইট ট্র্যাজেক্টরির জন্য বিস্তৃত জায়গা নিশ্চিত করা হয়।
সংস্থাটি জানিয়েছে, এফএএ এয়ার ট্রাফিক কন্ট্রোলকে রিয়েল-টাইম মিশন তথ্য জানাতে তার ফ্লাইট পদ্ধতিতে অতিরিক্ত পদক্ষেপ অন্তর্ভুক্ত করবে।