বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত (ক্লিনফিড) সম্প্রচার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে কেবল অপারেটররা।
ফলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, এমন বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে।
শুক্রবার থেকে বিজ্ঞাপনযুক্ত চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রাখার কার্যক্রম শুরু করা হয়েছে।
কেবল অপারেটররা জানিয়েছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়।
এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।