‘পদের জন্য দৌড়াবেন না’

শুধু পদের জন্য দৌড়াদৌড়ি না করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেছেন, শুধু পদের জন্য দৌড়াবেন না। নতুন কমিটি হচ্ছে তার জন্য মাঠ বোঝাই করে দেবেন না।
মাঠ বোঝাই করবেন যখন আন্দোলনের ডাক আসবে।
মাঠ বোঝাই করবেন যখন খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মাঠে নামবো।
গণতন্ত্রের মুক্তির জন্য মাঠে নামবো। তখন মাঠ বোঝাই করবেন, রাস্তা বোঝাই করবেন।

শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.