ডিভোর্সের ঘোষণা দিয়েই দিলেন সামান্থা-নাগা দম্পতি

মাসখানেক ধরে গুজব ছিল। অবশেষে সেটিকে সত্যি করে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্য দম্পতি।
শনিবার বিকেলে এক ইন্সটাগ্রাম পোস্টে যৌথ বিবৃতিতে তথ্যটি শেয়ার করেছেন সামান্থা।

এর মধ্য দিয়ে তাদের চার বছরের বিবাহিত জীবন শেষ হলো।
অবশ্য মাসখানেক ধরেই ভারতীয় মিডিয়া তাদের বিচ্ছেদের বিষয়টি নিয়ে সরব।
মূলত গুঞ্জন শুরু হয়, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সামান্থা তার নামের শেষে যোগ করা স্বামীর পদবি সরিয়ে ফেলার পর থেকেই। এবার সেটি সত্যি হলো।
যৌথ বিবৃতিতে এই দম্পতি বলেন, ‘আমাদের সব শুভাকাঙ্খী, অনেক ভাবনা ও চিন্তার পর চে (নাগা চৈতন্যর ডাকনাম) এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, স্বামী-স্ত্রী হিসেবে আলাদা পথ বেছে নেওয়ার। যেন আমরা নিজেদের পথ অনুসরণ করতে পারি।

এক দশকের বেশি সময় ধরে বন্ধুত্ব করার সৌভাগ্য আমাদের।
যা আমাদের সম্পর্কের মূল শক্তি ছিল। তাই আমরা বিশ্বাস করি, নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখবো।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.