দেশে করোনাভাইরাস শনাক্তের হার আরও কমেছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ হাজার ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৯৪ জন।
এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ।
গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
আজ (মঙ্গলবার) পর্যন্ত নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশ।
গত রোববার শনাক্তের হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ।
চলতি বছরের ফেব্রুয়ারির পর যা সর্বনিম্ন।
এরপর থেকে ধারাবাহিকভাবে শনাক্তের হার ছিল তিন শতাংশের বেশি।