গুলশানে জিম্মি উদ্ধার অভিযান : নিহতের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব

armyগুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধারের অভিযান শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অভিযানের সময় ৫টি মৃতদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় তারা। আজ শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে এ অভিযান শুরু করে সেনা কমান্ডোরা। ৮টা ১৬ মিনিটে অভিযান শেষ হয়। তবে অভিযান শেষ হলেও নিহতের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহতের সংখ্যা পাঁচজন দাবি করলেও নিহতের সংখ্যা আরো বেশি হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বিভিন্ন সূত্র দাবি করেছে, অভিযানের সময় ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর হামলাকারীদের ছয়জন মারা গেছে। জীবিতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোন হাসপাতালে পাঠানো হয়েছে তা তিনি জানাননি। এদিকে অভিযান শেষে এখনও সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা নিয়ে কোনো সঠিক তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে হলি আর্টিজান রেস্টুরেন্টে বিদেশিসহ জিম্মিদের উদ্ধার করতে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ফোর্স শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে অপারেশন শুরু করে। ৮টা ১৬ মিনিটে অপারেশন শেষ হয়। ৩৫ মিনিটের অপারেশনে পুলিশ, র‌্যাব, বিজিবি, সোয়াত ও নৌবাহিনীর কমান্ডোদের সমন্বিত টিম ব্যাকআপ দেয় সেনাবাহিনীর টিমটিকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.