‘সুরা পড়তে পারার পর তাদেরকে রাতে খেতে দেওয়া হয়’

sajonগুলশানে জিম্মি হওয়াদের মধ্যে প্রকৌশলী হাসনাত করিম একজন। নিজের ১৩ বছর বয়সী সন্তানের জন্মদিন উদযাপন করতে স্প্যানিশ এই ক্যাফেতে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিল স্ত্রী শারমিন পারভীন এবং ৮ বছর বয়সী সন্তান।

সারারাত আটক থাকার পর সকাল ৮টার দিকে কমান্ডো অভিযানে হাসনাতের পরিবার উদ্ধার পায় বলে জানান তার মা। সন্তান, পূত্রবধূ ও নাতনিদের জন্য স্বামী এম আর করিমকে সঙ্গে নিয়ে সারারাত গুলশানে ছিলেন তিনি।

ছেলেকে পাওয়ার পর হাসনাতের মা বলেন, ভেতরে সাতজন বাংলাদেশি একজন ভারতীয়র পাশাপাশি আরও ২০-২২ জন বিদেশি ছিল। আক্রমণকারীরা ছিল পাঁচজন। জিম্মিকারীরা বাংলাদেশি মুসলমানদের সুরা পড়তে বলে। সুরা পড়তে পারার পর তাদেরকে রাতে খেতেও দেওয়া হয়। পারভীন হিজাব পরা থাকায় তাকে সম্মান করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.