বাড়ছে উড়োজাহাজের রুট

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন থমকে ছিল এভিয়েশন খাত।
তবে মহামারির প্রাদুর্ভাব কমতে থাকায় উড়োজাহাজ চলাচলে দিন দিন আন্তর্জাতিকসহ দেশের অভ্যন্তরীণ রুট বাড়ছে।
এতে চাঙ্গা হচ্ছে এই খাত। যাত্রীদের চাহিদা অনুযায়ী আজ বৃহস্পতিবার চালু হচ্ছে সৈয়দপুর-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট।
এ ছাড়া ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশ ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উড়োজাহাজের রুট বাড়ছে। এতে রাজস্ব আয়ও বাড়ছে এভিয়েশন খাতে।

ঢাকা থেকে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে চলাচল করছে দেশের সরকারি-বেসরকারিসহ দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট।
এবার বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে ভিয়েতনাম। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চেইন।
তিনি জানান, হ্যানয়-ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহী ভিয়েতনাম সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.