স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন স্থগিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে।

জেনেভা সফর, ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টা সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যবর্তী যে কোনো সময়ে স্বাস্থ্যমন্ত্রী মিডিয়া ব্রিফিং করবেন।
কিন্তু একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এ বিড়ম্বনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
আগামী সপ্তাহের শুরুতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.