‘তালাকানামা পেয়েছি, কিন্তু স্বাক্ষর করবো না’

মানসিকভাবে চরম অসুস্থ, মাদকাসক্ত, নারীর নেশাসহ নানাভাবে নির্যাতনের অভিযোগে ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল।
গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তিনি।
আজ বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ত্রীর পাঠানো তালাকের নোটিশ হাতে পেয়েছেন, বিষয়টি নিশ্চিত করে নোবেল গণমাধ্যমকে জানান, ‘ওকে (সালসাবিল) ভালোবেসে বিয়ে করেছি বলে ছাড়তে পারিনি।
সে এবার আমাকে তালাকানামা পাঠিয়েছে, আমি পেয়েছি। কিন্তু স্বাক্ষর করবো না।
তিনমাস পর এটা এমনি এমনিই কার্যকর হয়ে যাবে।’
স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, ‘আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল।
আমার ক্যারিয়ারের ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে।
সব সময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি।
কনসার্ট করতে না পারি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.