শাহরুখের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: হিরো আলম

শাহরুখের ছেলে আরিয়ানকে আটক করা হয়েছে মাদক মামলায়।
বলিউড বাদশার পরিবারের এই ঘটনায় আঁচ লেগেছে গোটা উপমহাদেশে।
বাংলাদেশেই শাহরুখ ভক্তরা ব্যাথিত।
তারা এই সময়ে শাহরুখের জন্য শুভ কামনা জানাচ্ছেন, এছাড়া বা কিই বা উপায়।

বাংলাদেশের আমজনতারা আরিয়ানের এই ইস্যুতে কথা বলছেন।
এবার কথা বলছেন, সোশ্যাল মিডিয়ার আলোচ্য ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তিনি মনে করছেন শাহরুখের ছেলে আরিয়ানকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়ে থাকতে পারে।

আশরাফুল আলম বলেন, সন্তানের এমন অবস্থায় কোনো বাবা-মাই ভালো থাকতে পারেন না।
শাহরুখের এখন দুঃসময় যাচ্ছে। আপনারা হয়তো নিজেরাও দেখছেন কি ঘটছে, বিভিন্ন খবর আসছে যেসব খবর কোনোটা সত্য, কোনোটা মিথ্যা।
তবে যেটাই হোক আমি চাই দ্রুত এই বিপদ থেকে শাহরুখ খান উদ্ধার যেন পায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.