‘সড়কে কোনো চাঁদাবাজি হবে না’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, আমরা এরই মধ্যে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করেছি। সড়কে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
যারা চাঁদাবাজি করবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজির জন্য কোনো শ্রমিক দায়ী হতে পারে না।
কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি করে সে দায় তার, আমাদের কোনো দায় নেই।

বৃহস্পতিবার দুপুরে উত্তরাঞ্চলের পরিবহন খাতে সর্ববৃহৎ সংগঠন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ নিয়েছিলেন।
তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
করোনাকালে শ্রমিকদের সহায়তা দিয়েছেন।
আন্দোলন সংগ্রামে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন।
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা সবসময় মাঠে আছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.