মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান।
গ্রেফতারের আপাতত এনসিবির হেফাজতে আছেন আরিয়ান।
এমন পরিস্থিতিতে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড বাদশা।
এমনকি নেটিজেনদের একাংশ শাহরুখ খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
ছেলে ঘরে না ফেরা পর্যন্ত আপাতত সিনেমার কাজ স্থগিত রাখছেন বাদশা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ।
একটি হলো দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পাঠান’।
গানের দৃশ্যে শুটিংয়ের জন্য ১০ অক্টোবর শাহরুখ-দীপিকার স্পেনে যাওয়ার কথা।
সঙ্গে যাওয়ার কথা পরিচালক সিদ্ধার্থ আনন্দের।
কিন্তু এই অবস্থায় তিন সপ্তাহের সেই সফর অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছেন শাহরুখ।
দক্ষিণের পরিচালক অ্যাটলির পরিচালনায় শাহরুখের দ্বিতীয় ছবিটির কাজ চলছিলো। আরিয়ান গ্রেফতার হওয়ায় সেটির কাজও বন্ধ রাখতে হয়েছে। কবে কাজ শুরু হবে সে বিষয় এখন অনিশ্চিত। এছাড়া শেষ মুহূর্তে বাতিল করলেন বিজ্ঞাপনের শুটিং।
তার জন্য প্রস্তুত ছিলো সেট।
সকাল সকাল সেটে পৌঁছে গিয়েছিলেন সহ-অভিনেতা অজয় দেবগণ।
কিন্তু কয়েক ঘণ্টা পর কিং খান জানিয়েছেন, তিনি কাজে যেতে পারবেন না।
বুধবার এমনই কাণ্ড ঘটিয়েছেন শাহরুখ।