সরকারি সংস্থাগুলো সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা নিচ্ছে। এতে চাকরিপ্রার্থীরা চরম বিড়ম্বনায় পড়ছেন।
বিড়ম্বনার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনার কারণে সরকারি চাকরিতে সাপ্তাহিক বন্ধের দিনে একই সঙ্গে একাধিক নিয়োগ পরীক্ষা নিতে হচ্ছে। চাকরিপ্রার্থীদের কিছুদিন ছাড় দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শুক্রবার একই দিনে ১৪টি প্রতিষ্ঠান চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে।
এর মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যু কমায় দেশে স্বস্তিকর পরিস্থিতি আসছে।
সব পরীক্ষা ডিউ (আটকে) ছিল।
সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার হওয়ায় পরীক্ষাগুলো এই দুদিন নিতে হয়।