কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে জিহাদ মোল্লা (১৬) নামে ওই এসএসসি পরীক্ষার্থীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত শিক্ষার্থী জিহাদ মোল্লা উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লবদী গ্রামের মানিক মোল্লার ছেলে।
সে জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী।
গত বুধবার (০৬ অক্টোবর) এ ঘটনা ঘটলেও শুক্রবার (০৮ অক্টোবর) তা ফেসবুকে ভাইরাল হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় মানিক মোল্লার সঙ্গে তার ছোট ভাই প্রবাসী আক্তার মোল্লার স্ত্রী মরিয়ম বেগমের কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে ঘর থেকে ধারালো দা এনে মরিয়মের ছেলে মেহেদী হাসান চাচা মানিক মোল্লার মাথায় কোপ দিতে যান।
বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে জিহাদ মোল্লা এগিয়ে এলে দায়ের কোপে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় তার চিৎকারে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুরাদনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতেই বাবা-ছেলের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আহত আরও দুজন মুরাদনগর হাসপাতালে চিকিৎসাধীন।