প্রধানমন্ত্রী কাউকে ফিরিয়ে দেন না: পরিকল্পনামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ফিরিয়ে দেন না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তার কাছে আমি অসংখ্যবার প্রকল্প নিয়ে গেছি, তিনি ফিরিয়ে দেন নি।
সর্বশেষ একনেকেও তিনি নেত্রকোনার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।

শনিবার অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত বার্ষিক সন্মেলন ২০২১ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ময়মনসিংহ নানা কারণে আমার কাছে স্মরণীয়।
তখন প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা।
তিনি সফরে গেলেন ময়মনসিংহ।
আমি তখন সেখানকার ডিসি।
আমাকে ওপর থেকে ফোন করা হল, সফরে যাচ্ছেন শেখ হাসিনা, পাত্তা দিয়েন না।
আমি সে কথা শুনলাম না।
আমি তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোভাবেই প্রোটোকল দিলাম। তিনিও বেশ খুশি হলেন।
আমি সেখানেই তাকে বললাম, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আর সেই স্থানটি হলো ময়মনসিংহ সার্কিট হাউজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.