সব অনিশ্চয়তা পেছনে ফেলে নোয়াখালীর ভাসানচরকে মেনে নিয়েছে জাতিসংঘ। ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সেবা দিতে গতকাল শনিবার জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও জাতিসংঘের পক্ষে বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ফন দের ক্লাউ এমওইউতে সই করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন গতকাল সন্ধ্যায় বলেন, এই এমওইউ সই করার মধ্য দিয়ে ভাসানচর নিয়ে বাংলাদেশের অবস্থানকে জাতিসংঘ মেনে নিল।
এটি এ দেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও সুরক্ষা দিতে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতি।
এটি বাংলাদেশের বিজয়।
অনেক প্রচেষ্টা, কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই বিজয় এসেছে।
জাতিসংঘের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকায় ইউএনএইচসিআরের প্রতিনিধি এই সমঝোতা স্মারক সই করেছেন।