মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্থায়ী জামিনের আবেদন করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে তার জামিন বিষয় শুনানি হবে।
সকাল ১০টায় আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমণির। কিন্তু নির্ধারিত সময় থেকে সাড়ে তিন ঘণ্টা পর তিনি আদালতে হাজির হন।
এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।
রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে স্থায়ী জামিন নিতে হাজির হয়েছেন পরীমণি।
এদিন দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে যান পরীমণি।
এ মামলায় পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন।