চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে চাচাতো ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী।
শুক্রবার রাত ৮টা থেকে অনশন শুরু করেন ভুক্তভোগী ওই তরুণী।
জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাবা দীর্ঘদিন আগে মুসলিম ধর্ম গ্রহণ করে হাজীগঞ্জ থেকে ভৈরবে চলে যান।
বর্তমানে তারা ভৈরবে বসবাস করছেন।
অন্যদিকে প্রেমিক রাজন মাঝি (২৫) কাজের সন্ধানে তার বড় চাচার কাছে চলে যান।
সেখানে থাকাকালে চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
ভুক্তভোগী ওই তরুণী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী তরুণী জানান, এর আগে তার বাবা মোবাইল ফোনে এক প্রবাসীর সঙ্গে বিয়ে দেন।
কিন্তু রাজন কাজের সুবিধার্থে ভৈরব যান। সেখানে তাকে প্রেমের ফাঁদে ফেলেন।
এক পর্যায়ে অনৈতিক সম্পর্ক করতেও বাধ্য করেন।
একই সঙ্গে একটি ছবি ধারণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে প্রবাসী স্বামীর সঙ্গে তরুণীর বিচ্ছেদ হয়।
অভিযুক্ত রাজনের মা শিখা রানী বলেন, প্রায় ২ মাস আগে ঘটনাটি জানতে পেরেছি।
এখন ইউপি চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবে, তা মেনে নেয়া হবে।