অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে বিএনপি এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকলে অতীতের মতো ভবিষ্যতেও দলটিকে পস্তাতে হবে।
এদিকে, সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।