আওয়ামী লীগ দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্যের মধ্যে নিপতিত করেছে।
তিনি বলেন, সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
তারা মানুষের ভোটের অধিকার ধূলিসাৎ এবং গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার মাধ্যমে দেশটাকে কারাগারে পরিণত করেছে।