মঈনুল আহসান নোবেল। গান ও কাজের চেয়ে বেশি জন্ম দিয়েছেন বিতর্কের। কিছুদিন আগেই তার বিরুদ্ধে স্ত্রী মেহরুবা সালসাবিল নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। পরে তিনি নোবেলকে তালাকনামা পাঠিয়েছিলেন। তবে সেই তালাকনামায় সই করেন নি নোবেল। এরই মাঝে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাত্রী চাই’ বলে স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক।
সম্প্রতি নোবেল জানান, সালসাবিলের বিষয়টিতে বিচলিত নন। বরং নতুন করে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাবা-মায়ের পছন্দে দ্বিতীয় বিয়ে করতে চান।
আরও পড়ুন:
‘এরকম ভুল আর হবে না’, আদালতে পরীমণির আইনজীবী
নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে রবিবার স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘পাত্রী চাই’।
নোবেলের সেই পোস্ট দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।
যার কমেন্টস বক্সে বেশিরভাগ মতামতই নোবেলকে নিয়ে কটাক্ষ করা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৭২ হাজারের বেশি রিয়্যাক্ট ও ২৭ হাজার মন্তব্য এসেছে।
এছাড়া সাড়ে চারশ জন শেয়ার করেছেন।
এর আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে পরিচয় হয় মেহরুবা সালসাবিলের সঙ্গে। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল।
গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান সালসাবিল।
নোবেল তালাকের নোটিশ গ্রহণ করেছেন।
নোটিশ পাঠানোর তিন মাস পর তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হবে।