সবার জন্য খুলল ঢাবি’র হল

৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার পর এবার সবার জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হলো।

রবিবার সকাল ৮টা থেকে সকল বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেন।
সকাল ৮টা থেকে হলের প্রাধ্যক্ষগণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় শিক্ষার্থীদের টিকার কার্ড ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হয়েছে।
দীর্ঘদিন পর হলে প্রবেশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, ‘গণরুমের বিষয়ে হল প্রশাসন একটি বিশেষ উদ্যোগ নিয়েছে।
যাতে কোনোক্রমেই আগের মতো ঠাসাঠাসি করে শিক্ষার্থীরা হলে অবস্থান না করে।
এটি স্বাস্থ্যবিধি পরিপন্থী, স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। অন্যদিকে শিক্ষার্থীদের জীবনমানের উপরও নেতিবাচক প্রভাব পড়ে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.