ময়মনসিংহে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের বিষপান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিক আহসান (২৩) নামের এক যুবক বিষপান করেছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার দুপুরে উপজেলার মালিয়াটি গ্রামে ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উপজেলার জাটিয়া ইউনিয়নের জনৈক এ মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের মো. হাসিম ভূইয়ার ছেলে আহসানের প্রেমের সম্পর্ক ছিল।

 

তবে এ সম্পর্ক মেনে না নিয়ে একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. ইসমাঈল হোসেনের সাথে বিয়ের আয়োজন করে মেয়েটির পরিবার।
খবর পেয়ে রবিবার দুপুরে প্রেমিকার বাড়িতে বিয়ের আয়োজন চলা অবস্থায় বিষপান করে আহসান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.