গুলশানে হামলার দায় স্বীকার ‘আইএসের’

isঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সিতে শুক্রবার রাতে দায় স্বীকারের বার্তা আসে বলে রয়টার্স, সিএনএন জানিয়েছে।

আমাককে উদ্ধৃত করে এসব খবরে বলা হয়, হামলায় ২৪ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজন বিদেশি।

তবে শুক্রবার রাতের এ হামলায় ওই রেস্তোরাঁ ঘিরে গুলি-বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ২০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছের ওই রেস্তোরাঁয় হামলা হয়। এ সময় সেখানে ২০ জনের মতো বিদেশি অতিথি ছিলেন বলে রেস্তোরাঁ ব্যবস্থাপক জানিয়েছেন। তাদের অনেক কর্মীও সেখানে আটকা পড়েছেন বলে জানান তিনি।

ঘটনার পর থেকেই রেস্তোরাঁ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোররাতেও সেখানে ‘জিম্মি সঙ্কট’ চলছে।

এর আগে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর আরও কয়েকটি হামলায় আইএসের নামে দায় স্বীকারের খবর এলেও তা নাকচ করে সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশীয় জঙ্গিরা এগুলো ঘটিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর নাম দিচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.