সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রী মাহিয়া মাহি।
প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।
বিভিন্ন সময়ে দেওয়া স্ট্যাটাসে খানিকটা রহস্য জমিয়ে রাখেন সোশ্যাল মিডিয়ায় সরব এই চিত্রনায়িকা।
সোমবার লাল শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছেন মাহি।
সেখানে দেখা যাচ্ছে, খোলা চুলে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন নায়িকা।
ক্যাপশনে লিখেছেন, ‘ঝুম বৃষ্টি হলে আমাকে নিয়ে হুড খোলা রিক্সায় ঘুরতে যেও, মনে থাকবে?
কালো আমার ভীষণ পছন্দের হলেও সেদিন আমি তোমার পছন্দের নীল শাড়িটাই পরবো। আমার প্রতি বুক ভরা অভিমান থাকলেও সেদিন আমাকে ভীষণ হাসিও, কেমন? সেদিনকার সেই ঝুম বৃষ্টিতে আমি শুধু মন খুলে হাসতে চাই।’
মাহির সেই পোস্টে তার স্বামী রাকিব সরকার লিখেছেন, ‘মনে থাকবে’।
সঙ্গে ভালোবাসার ইমোজি যুক্ত করে দিয়েছেন তিনি।