এগুচ্ছে সেনা কমান্ডোরা, নিহতদের ছবি প্রকাশের দাবি আইএস’র

160701202346_gulshan_security_forces_640x360_focusbangla_nocreditঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় নিহতদের ছবি ছেপেছে ইসলামিক স্টেট গোষ্ঠীর বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’ বার্তা সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়ে বলছে শুক্রবার রাতে ঢাকার কূটনৈতিক এলাকার মধ্যে ওই রেস্টুরেন্টে হামলায় ২৪ জনের নিহত হওয়ার দাবি করে এর দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট।

এদিকে অস্ত্রধারীরা এখনো যাদের জিম্মি করে রেখেছে তাদের মধ্যে অন্তত সাতজন ইটালির নাগরিক রয়েছে।

এছাড়া রয়েছে ভারতেরও বেশ কয়েকজন নাগরিক।

ওদিকে জাপানের টোকিওতে দেশটির একজন মুখপাত্র বলেছেন ঢাকার রেস্টুরেন্টে জিম্মিদের মধ্যে কয়েকজন জাপানি নাগরিকও থাকতে পারে।

এদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিম্মি উদ্ধারে সর্বাত্মক অভিযানের প্রস্তুতি নিয়েছে।

কর্মকর্তারা অস্ত্রধারীদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য রাতে আক্রমণের ঘটনার পর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার রাত সাড়ে আটটার পর বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ওই রেস্টুরেন্টে আক্রমণ করে অস্ত্রধারীরা।

তারা বোমা, গুলি ছাড়াও গ্রেনেডও বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ বলছে।

পুলিশের দুজন কর্মকর্তা গুলি ও বোমায় আহত হয়েছে নিহত হয়েছে।

এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.