গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ ৮ জনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে মুম্বাইয়ের আর্থার জেলে রয়েছেন আরিয়ান। ছেলেকে জেল থেকে বের করতে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ।
বারবার জামিন আবেদন করেও কাজ না হওয়ায় নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি।
বর্তমানে আরিয়ানের মামলা লড়ছেন অমিত দেশাই।
যিনি ২০০২ সালে বলিউড সুপারস্টার সালমান খানকে ‘হিট অ্যান্ড রান’ কেস থেকে ছাড়িয়েছিলেন।
কিন্তু অমিত দেশাইকে দিয়েও ছেলের জামিন করাতে পাচ্ছেন না বলিউড বাদশাহ।
গতকাল বুধবার ফের আদালতে আরিয়ান খানের জামিন আবেদন করা হয়। কিন্তু তা বিরোধিতা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
জামিন শুনানিতে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে দাবি এনসিবি’র।
তারা বলছেন, আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খানের।
আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ এনসিবির হাতে এসেছে বলে জানা গেছে।