সরকার নিরপেক্ষ না হলে যত ভালো লোককেই নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হোক- নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্তমান দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।
সরকার যদি নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা না করে, তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না।
জাতীয়তাবাদী সমবায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার ঢাকা রিপোর্টর্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।