চীনে ছেলেদের একটি গানের ব্যান্ডে যোগ দিতে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন ১৩ বছরের এক কিশোরী।
কিন্তু সত্য কি আর লুকিয়ে রাখা যায়! ব্যান্ড কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে পারলেও মেয়েটি ধরা পড়ে গেছেন নেটিজেনদের কাছে।
ফলে বাধ্য হয়েই ক্ষমা চাইতে হয়েছে তাকে।
ফু জিয়াইউয়ান নামে ওই কিশোরী স্বীকার করেছেন, তিনি নারী না পুরুষ- জনপ্রিয় একটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এ প্রশ্নের জবাবে মিথ্যা বলেছিলেন।
কারণ, তার ভাষায় তিনি ‘অল্পবয়সী ও অনভিজ্ঞ’।
জানা যায়, ফু জিয়াইউয়ান ওয়াইজিএন ইয়ুথ ক্লাব নামে ছেলেদের একটি ব্যান্ডের সদস্য হিসেবে যোগ দেন।
তিনি ব্যান্ডটির আনুষ্ঠানিক সদস্য ছিলেন না।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশিক্ষণের ভিডিও দেখতে পেতেন ভক্তরা। তেমনই একজন ইন্টারনেট ব্যবহারকারী অনলাইনে ফাঁস করে দেন যে, ফু আসলে একজন মেয়ে।
এরপরই চাপে পড়ে এই প্রতারণার কথা স্বীকার করতে বাধ্য হন তিনি। পাশাপাশি ফু ঘোষণা দিয়েছেন, তিনি বিনোদন জগত থেকেই চিরতরে বিদায় নিচ্ছেন।