শাহরুখপুত্র আরিয়ান এখন ‘কয়েদি নাম্বার ৯৫৬’

এ যেন সিনেমার গল্পেকেও হার মেনে যায়।
অনেকেই বলেন, জীবন থেকেই যত গল্পের আয়োজন।
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করে যাচ্ছেন তিনি।
অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে। পেয়েছেন তিনি তারকা খ্যাতি। হয়েছেন বলিউডের কিং খান।

কয়েক বছর আগেও ‘ভির-জারা’ চলচ্চিত্রে পাকিস্তানি জেলবন্দি অবস্থায় দেখানো হয়েছিল শাহরুখ খানকে। কারাগারে দাঁড়িয়ে শাহরুখের গলায়, (ম্যায় কয়েদি নাম্বার ৭৮৬…) বাংলায় ‘আমি কয়েদি নাম্বার ৭৮৬’ সংলাপ শুনে উল্লাসে ফেটে পড়েননি এমন মানুষ পাওয়া মুশকিল।
কিন্তু কে জানত, সেই ডায়লগই সত্য হয়ে ফিরে আসবে তার পুত্রের জীবনে!

বৃহস্পতিবার মুম্বাইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নাম্বার দেওয়া হয়েছে। সেখানে শাহরুখপুত্র আরিয়ানের পরিচয় ‘কয়েদি নাম্বার ৯৫৬’।

মুম্বাই সেন্ট্রাল জেল তথা আর্থার রোড জেলে বৃহস্পতিবার এক সপ্তাহ হয়ে গেল আরিয়ান খানের।
একই দিনে প্রমোদতরী মাদক মামলায় আরিয়ানের জামিনের আবেদন স্থগিত রেখেছেন আদালত।
অর্থাৎ আগামী ২০ অক্টোবর বুধবার পর্যন্ত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানসহ মাদক মামলায় আটকদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.