‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোতে হাত দিলে বৈদ্যুতিক শক করে’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব‌লেছেন, এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে।
পেঁয়াজ, মরিচ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোতে হাত দিলে বিদ্যুতে যেমন শক করে তেমনই শক করে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা‌দেশ জাতীয় দলের উদ্যোগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সরকারের নিয়ন্ত্রণ তো দূরে থাক, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।
কথা বলার অধিকার নাই, গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই।
আর সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে। কারণ তাদের লোকের পকেট যেন ভারী হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.