শনাক্তের হার ২.০৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার আরও কমেছে।
এসময় সরকারি-বেসরকারি ৮২৯টি ল্যাবরেটরিতে ১৯ হাজার তিনজনের নমুনা সংগ্রহ করা হয়।
এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৮০ জনের নমুনা।

নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়।
ফলে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ৯ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৬১ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.