‘আমি ভালো বাবা নই’

স্ত্রী, তিন ছেলে মেয়েকে নিয়ে ভরা সংসার শাহরুখ খানের।
তারকা সন্তান হওয়ায় ইন্ডাস্ট্রিতে আরিয়ান, সুহানা, আব্রাম তিনজনেই আলাদাভাবে পরিচিত।
তবে সাম্প্রতি মাদককাণ্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই বাবা হিসেবে সমালোচনার শিকার হয়ে চলেছেন কিং খান।
কিন্তু এসবের অনেক আগেই শাহরুখ স্বীকার করেছিলেন, তিনি ভাল বাবা নন। একটি সংবাদ মাধ‍্যমের সাক্ষাৎকারে শাহরুখ নিজেই বলেছিলেন এ কথা।
তিনি বলেন, ‘আমি একদিন আব্রামের সঙ্গে বসেছিলাম।
আমি ওকে বললাম আমার কাছে এসে বসতে। কিন্তু ও না বসে ওখান থেকে চলে গেলো।
তখন আমার মনে অনেক রকম প্রশ্ন আসতে থাকে।
আমি কি একজন ভাল বাবা না? ওকে কি আমি যথেষ্ট ভালবাসা দিতে পারিনি? ছবির পেছনে বেশি ব‍্যস্ত থাকায় আমি কি ছেলেমেয়েদের কম সময় দিচ্ছি?

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.