বিল গেটসের মেয়ে জেনিফারের বিয়ের অনুষ্ঠান হবে ঘোড়ার খামারে

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে জেনিফার গেটস বসছেন বিয়ের পিড়িতে।
সেই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে একটি ঘোড়ার খামারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।

জানা যায়, ঘোড়ার খামারটি জেনিফার গেটসের নিজেরই।
তারা বাবার কাছ থেকে ১২৪ একরের ওপর অবস্থিত এই খামারটি উপহার হিসেবে পেয়েছেন। সেখানেই হবে রাজকীয় এই বিয়ে।
গেটস পরিবারের কর্মীরা ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনে তোড়জোড় শুরু করেছে। তার প্রেমিক পেশাদার ঘোড় দৌড়বিদ নায়েল নাসেরের সঙ্গে সেখানে রাজকীয় বিয়ে হবে বলে আশা করছেন সবাই।

ফক্স নিউজ জানায়, স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.