কারাগারের ক্যান্টিনে যেসব খাবার খাচ্ছেন আরিয়ান খান

সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন আরিয়ান খান। বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে তিনি।

এদিকে কারাগারের কয়েদিদের খাবার মুখে তুলছেন না আরিয়ান।
ছেলের জন্য কারাগারে সাড়ে চার হাজার রুপি মানি অর্ডার করেছেন বাবা বলিউড সুপারস্টার শাহরুখ খান।
সেই অর্থ দিয়ে কারাগারের ক্যান্টিন থেকে পাউরুটি, ভেল, পানইয়াচি বাটলি, বড়াপাউ, ভাজি পাউ, নামকিন, সামোচা, চিকেন থালি, এগ থালি, মিনারেল ওয়াটার ও জুস কিনে খাচ্ছেন শাহরুখ পুত্র।

শুক্রবার মা-বাবার সঙ্গে দশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন আরিয়ান। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী কোভিডের সময় বন্দিরা সপ্তাহে দুইবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন।
সেই হিসেবেই সুযোগটি পেয়েছেন আরিয়ান।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.