‘কুমিল্লার ঘটনায় নির্ভুল তদন্ত চলছে’

সম্প্রতি কুমিল্লায় একটি মন্দিরে ‘পবিত্র কোরআন অবমাননার’ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে অগ্রগতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ওই ঘটনার নেপথ্যে বিস্তারিত তথ্য নির্ভুল তদন্তের মাধ্যমে শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সস্প্রতি কুমিল্লার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করেছেন সেটা অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।
এ ঘটনার পেছনে অবশ্যই কোনো কারণ আছে।

কিছুদিনের মধ্যে আমরা আরো ক্লিয়ার বলতে পারবো।
কুমিল্লার ঘটনায় আমাদের তদন্তকারী কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টরা বিষয়টি খুব সিরিয়াসলি দেখছেন।
আমরা একটি নির্ভুল তদন্তের মাধ্যমে আমরা সব ঘটনাটি আপনাদের শিগগিরই জানাবো বলে আমরা বিশ্বাস ও আশা করছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.