‘বিএনপির বিরুদ্ধে এক লাখ মামলায় আসামি ৩৫ লাখ’

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপির বিরুদ্ধে অন্তত এক লাখ মামলা করেছে। এসব মামলায় বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে।
বিএনপির সিনিয়র নেতা এমনকি ইউনিয়নের কর্মীদের বিরুদ্ধে এক লাখ মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩৫ লাখ নেতাকর্মীকে।

শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.